সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সবজি ক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

সবজি ক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

নোয়াখালীর সেনবাগে সবজি ক্ষেতে শপিং ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দুপুরের দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর এলাকার একটি সবজি ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সবার দিকে উপজেরার কাবিলপুরের শায়েস্তা নগরের একটি সবজি ক্ষেতে শপিং ব্যাগের ভেতরে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে, তিনি বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

গত রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। একই সাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  

টিএইচ